April 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মেট্রোরেলের দ্বিতীয় চালান এলো মোংলা বন্দরে

দ. প্রতিবেদক
মেট্রোরেলের ৬টি কোচে ৪৮টি প্যাকেজ নিয়ে বেলিজ পতাকাবাহী জাহাজ ‘‘এমভি ওশান গ্রেস’’ মোংলা বন্দরের ৭নং জেটিতে পৌছেছে। ১১৯ মিটার দৈর্ঘ্যরে জাহাজটি মোট ২৬৭ মেঃ টন মালামাল নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করে। জাপানের কোবে বন্দর থেকে এবারও ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে জাহাজটি।
বাংলাদেশের এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে ৩১ মার্চ জাপানের কাওয়ামাতি হ্যাভি ইন্ডাষ্ট্রি থেকে উৎপাদিত মেট্রোরেলের ৬টি বগি মোংলা বন্দর থেকে খালাস হয়ে নদী পথে পৌছে ছিলো রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনা মহামারীতেও ২৪ ঘণ্টা মোংলা বন্দরের কার্যক্রম চালু রেখেছি, দ্বিতীয় বারেরমত মেট্রোরেলের ৬টি বগি এসেছে। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজ আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমদানিও খালাস হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *