মেক্সিকোর মাদকচক্রকে সন্ত্রাসী তকমা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকোর মাদকচক্র মাদক এবং মানুষ পাচারে জড়িত থাকার কারণে তিনি এ চক্রকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেবেন।
কনজারভেটিভ মেডিয়া সাংবাদিক বিল ও’রেইলির সঙ্গে মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা জানান।
মেক্সিকোর মাদক ব্যবসায়ীচক্রকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে চিহ্নিত করে ‘তাদের ওপর চালক বিহীন বিমান (ড্রোন) হামলা’ শুরু করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তাদেরকে এ তকমা দেওয়া হবে… আমি বিষয়টি নিয়ে গত ৯০ দিন ধরে কাজ করছি। আপনি জানেন কাজটি খুব সহজ নয়, আপনাকে এজন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং আমরা এখন সে প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি।”
ট্রাম্পের একথার পরপরই মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে সঙ্গে গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে অনতিবিলম্বে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করতে ইচ্ছুক বলে জানিয়েছে।
কারণ, কোনো একটি গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হলে যুক্তরাষ্ট্রের আইনের আওতায় সেদেশের কোনো মানুষ জেনেশুনে সেই গোষ্ঠীকে কোনোরকম সমর্থন কিংবা সহায়তা করতে পারবে না এবং ওই গোষ্ঠীর কোনো সদস্য যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, এমনকী গোষ্ঠীটির কোনো সদস্য সেদেশে থেকে থাকলে বিতাড়িতও হতে পারে।
সন্ত্রাসী তকমা পাওয়া গোষ্ঠীর সঙ্গে যেসব আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা থাকবে তাদেরকেও সে সব তহবিল বন্ধ করতে হবে এবং মার্কিন অর্থমন্ত্রণালয়কে তা জানাতে হবে।
ট্রাম্প এ মাসের শুরুর দিকে মেক্সিকোকে মাদব্যবসায়ী চক্র নির্মূলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। মেক্সিকোয় সম্প্রতি মার্কিন মর্মন একটি পরিবারের সদস্যরা মাদকচক্রের হামলার শিকার হওয়ার পর ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরকে ওই আহ্বান জানান।
কিন্তু এর জবাবে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছিল, মেক্সিকো তাদের দেশের জাতীয় সারবভৌমত্ব লঙ্ঘন হতে দেবে না। সাবেক এক মেক্সিকান কংগ্রেস সদস্য লেখেন,“ আমরা এমনিতেই সন্ত্রাসী চক্রের আগ্রাসনে জর্জরিত। আমরা দ ‘দেশের মধ্যে সত্যিকারের সমন্বয় চাই… মাদক, অস্ত্র ও অর্থের ব্যবসার দৌরাত্ম বাড়তে থাকার জন্য দুই দেশই দায়ী।”
ওদিকে, ট্রাম্প বলেছেন, মেক্সিকোয় মাদকচক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযান শুরু করতে চায় বলেও দেশটির প্রেসিডেন্ট ওব্রাডোরকে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “আমি এরই মধ্যে তাকে (ওব্রাডোর) তাদের দেশে গিয়ে এ চক্র পরিষ্কর করে দেওয়ার প্রস্তাব দিয়েছি। কিন্তু তিনি এ পর্যন্ত এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো কিছু একটা করতেই হবে।”