June 2, 2024
জাতীয়লেটেস্ট

মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিন : রাষ্ট্রপতি

দক্ষিণাঞ্চল ডেস্ক

মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের উদ্যোগ নিতে আহŸান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার হাই কোর্ট বিভাগের নবনিযুক্ত নয়জন বিচারপতি বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তাদের এ আহŸান জানান তিনি।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বলেছেন, বিচার বিভাগ সাধারণ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম। তাই বিচারকদেরকে দক্ষতা ও দ্রুততার সঙ্গে মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিতে হবে। আবদুল হামিদ আশা প্রকাশ করেন, আইনজীবী, বিচারপতি, ও সংশ্লিষ্ট  সকলের সহযোগিতায় বিচার কাজ ত্বরান্বিত হবে।

বিচার কাজে তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিচারপতিদের প্রতি আহŸান জানিয়ে আবদুল হামিদ বলেন, এতে মামলার শুনানি দ্রুততার সাথে সম্পন্ন হওয়ার পাশাপাশি বিচার কাজে আরও গতিশীলতা আসবে। রাষ্ট্রপতি এসময় নবনিযুক্ত বিচারপতিদের সফলতা কামনা করেন। প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় বিচারপতিরা বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালনে সচেষ্ট থাকবেন।

সাক্ষাৎ করতে আসা নয় বিচারপতিরা হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি কাজী জিনাত হক।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *