April 27, 2024
আঞ্চলিকজাতীয়

মুুক্তিযোদ্ধা শেখ শওকত আলীর মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

খবর বিজ্ঞপ্তি

রায়েরমহল পশ্চিমপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা শেখ শওকত আলী গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়সজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর রায়েরমহল কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার এবং বাদ মাগরিব একই স্থানে জানাজা শেষে তাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান, মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান, শেখ মনিরুল ইসলাম, মল্লিক আব্দুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার পরিমল কুমার, জয়নাল আবেদীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহম্মেদ, আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র মেমরি সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মোসারেফ হোসেন, আড়ংঘাটা থানার ওসি মো. রেজাউল করিম, শেখ মো. নাসিরুদ্দীন, কাজী এনায়েত হোসেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আনিসুর রহমান, এস এম মাহফুজুল হক, শেখ শামসুদ্দীন দোহা, মরহুমের পুত্র শামসুল ইসলাম সোহাগ এবং সোহেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *