April 30, 2024
আঞ্চলিক

মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ

দ. প্রতিবেদক

ভারতে দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের বিক্ষোভ মিছিল মহানগরীর ডাক বাংলোর মোড়ের সমাবেশে এসে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা মো. সালেহ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ চলাকালিন ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে ¯েøাগানে ¯েøাগানে উত্তাল হয়ে উঠে খুলনার ডাক বাংলা চত্বর।

সমাবেশে বক্তরা বলেন, ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর আজকে সেই মুসলমানদের সঙ্গে মোদি সরকার নিপীড়ন নির্যাতনমূলক আচরণ করছে। অথচ তারা নিজেরাই ছিলেন ইংরেজদের দালাল। সেই দালাল গোষ্ঠীই আজকে নিরীহ মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন খুনি। ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে। যে সময়ে বাংলাদেশে স¤প্রীতি বিরাজ করছে, সেই সময় দেশে কোনোভাবে খুনি মোদিকে ঢুকতে দেয়া হবে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে বাংলাদেশে কোনোভাবেই ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। অনতিবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *