January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে ১৭নং ওয়ার্ডে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দ. প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর পক্ষ থেকে ১৭নং ওয়ার্ডে মহানগর যুবলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সোনাডাঙ্গা সোলার পার্কে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে প্রত্যেকের অন্তত তিনটি করে গাছ লাগানো উচিত। এতে যেমনি পরিবেশ রক্ষা হবে তেমনই আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী পরিবেশ বজায় থাকবে।
যুবলীগ নেতা রকিবুল ইসলাম এর সভাপতিত্বে ও জালাল মৃধার পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, মহানগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী, খুলনা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন খান, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সাকিব, যুবলীগ নেতা মেহরাব হোসেন বাবু, ছাত্রলীগ নেতা চৌধুরী রোমেল, শামীম তালুকদার, কাজী ফাহিম আল ফায়েদ, আশিকুর রহমান প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *