May 5, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মুজিববর্ষে নগরীর হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ

দ. প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুজিববর্ষে নগরীর হত-দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জরীপের মাধ্যমে তাদের তালিকা প্রণয়নপূর্বক কেসিসি’র আরবান ক্লিনিকসমূহে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।
সিটি মেয়র সোমবার বেলা ১১টায় নগরীর কাষ্টমঘাটে কেসিসি পরিচালিত ‘আমিরা বানু বেগম নগর মাতৃসদনে’ রেডকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘বাপসা’ এ অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর হতদরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে নিবেদিত হয়ে মানুষকে যে সকল সেবা দিচ্ছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সে সকল সেবামূলক কর্মকান্ডের পরিধি আরো বৃদ্ধি করেছেন। ফলে অনগ্রসর জনগোষ্ঠী অধিকতর সেবা পাচ্ছেন। লালকার্ড ধারী ছাড়াও নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে অন্য রোগীরা বরাবরের মত সেবা পাবেন বলে সিটি মেয়র উল্লেখ করেন।
উল্লেখ্য, কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২ এর আওতায় প্রকল্প এলাকার ৮টি ওয়ার্ডের (১৬, ১৭, ১৮, ২১, ২২, ২৩, ২৫ ও ২৬ নং ওয়ার্ড) ৭ হাজার ২শ ২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে রেড-কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে সিটি মেয়র ৩৫ জনের মাঝে রেড-কার্ড প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
কেসিসি’র কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা ও মাহমুদা বেগম। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের মনিটরিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার মাকসুদুর রহমান, প্রকল্প কর্মকর্তা গোলাম রসুল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *