January 9, 2025
জাতীয়

মুক্তিযোদ্ধা-এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

প্রথম রোজায় এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, আলেম এবং বঙ্গভবনের কর্মচারীদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর।

ইফতার অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আলেম, বিভিন্ন এতিমখানা খানা থেকে আসা শিশু-কিশোর এবং বঙ্গভবনের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। রাষ্ট্রপতি বিভিন্ন টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল­াহ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *