May 20, 2024
আন্তর্জাতিক

মুকেশ আম্বানির কোম্পানিতে অংশীদার হচ্ছে ফেইসবুক

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি প্রায় দেড় হাজার কোটি ডলারে সৌদি আরামকোর কাছে তেল ও রাসায়নিক পরিশোধন ব্যবসার এক পঞ্চমাংশ এবং ৩০০ কোটি ডলারে কানাডীয় ইকুইটি ফার্ম ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে টেলিযোগাযোগ টাওয়ার ব্যবসার একটি অংশ বিক্রি করতে যাচ্ছে।

যেখানে ব্যবসা শুরুর মাত্র তিন বছরের মধ্যে জিও দেশের সর্ববৃহৎ অয়ারলেস অপারেটরে পরিণত হয়েছে, সেখানে মুম্বাইভিত্তিক রিলায়েন্স দ্রুত খুচরো ব্যবসার পরিধি বাড়িয়েছে।

এই শিল্পগোষ্ঠীর এখন দেশজুড়ে ১০ হাজারের বেশি আউটলেট রয়েছে, যেখানে মুদি পণ্য, ইলেকট্রনিকস ও তৈরি পোশাক বিক্রি হচ্ছে। ডিসেম্বর প্রান্তিকে  এই দুই ব্যবসার মিলিত রাজস্ব আয় ২৫ শতাংশের বেশি বেড়েছে।

জিওতে ফেইসবুকের এই বিনিয়োগের আলোচনা আরও আগেই শুরু হলেও করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে তা স্থগিত ছিল বলে গত মাসে ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছিল।

এই বিনিয়োগ চুক্তিতে মরগান স্ট্যানলি আর্থিক উপদেষ্টা এবং এজেডবি অ্যান্ড পার্টনার্স ও ডেভিস পক অ্যান্ড ওয়ার্ডওয়েল পরামর্শক হিসেবে কাজ করেছে বলে জিও জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *