May 19, 2024
আন্তর্জাতিক

মিশরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৯

মিশরের রাজধানী কায়রোতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার একটি ট্রাক এবং একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

মিশরের আল-আহরাম সংবাদমাধ্যম জানিয়েছে, নীল নদের তীরে একটি মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের ঘটনা ঘটে। তবে দেশটির অপর সংবাদমাধ্যম আকবার এল-ইয়ম জানায়, মহাসড়কে ট্রাকটি ভুল পথে যাওয়ার ফলে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মরদেহগুলো রাস্তার ওপরে পড়ে আছে। এ সময় হতাহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ঘটনাস্থালে যায়।

মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রতি বছর দেশটিতে হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। দেশটির পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা খুবই কম। অতিরিক্ত গতি, খারাপ রাস্তা ও ট্রাফিক আইনের সঠিক প্রয়োগের অভাবেই এসব দুর্ঘটনা ঘটে থাকে।

গত মাসে রাজধানী কায়রোর একটি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১২ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। এছাড়াও এপ্রিলে দেশটির দক্ষিণ প্রদেশের অ্যাসিউতে মহাসড়কে ট্রাক অতিক্রম করতে যেয়ে একটি বাস উল্টে যায়। ওই ঘটনায় ২১ জন নিহত এবং তিনজন আহত হন।

মিশরের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ২০০৯ সালে দেশটিতে ১০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাছাড়া ২০১৮ সালে আট হাজার ৪৮০টি দুর্ঘটনায় তিন হাজার ৮০ জন নিহত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *