মা-বাবার সঙ্গে অভিমান করে কর্তফুলীতে ঝাঁপ স্কুলছাত্রীর
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাঙামাটির কাপ্তাইয়ে কর্তফুলী নদীতে লাফিয়ে পড়ে মুন্নি আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কেপিএম কয়লার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ মুন্নি তার বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কর্তফুলী নদীর পানিতে লাফিয়ে পড়ে। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মুন্নি কেপিএম কয়লার ডিপো এলাকার আবুল কাশেম মাঝির মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফ আহমেদ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।