November 22, 2024
টেকনোলজি

মাস্ক টুইটার নেওয়ার আগে ফাঁস হয় ২০ কোটি ব্যবহারকারীর তথ্য!

প্রায় ২০ কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস চুরি করে সেগুলো একটি অনলাইন হ্যাকিং ফোরামে প্রকাশ করেছেন হ্যাকাররা। বুধবার একজন নিরাপত্তা গবেষক এ দাবি করেন।

আমেরিকান প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে এ ঘটনা ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার আগের বলে ধারণা করা হচ্ছে।

বুধবার হ্যাকার ফোরামে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ করা হলে অনলাইনে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তবে ফোরামের তথ্যগুলো সঠিক কি না এবং টুইটার থেকে এসব তথ্য এসেছে কিনা তা যাচাই করা যায়নি।

এ ছাড়া ফাঁসের নেপথ্যে হ্যাকার বা হ্যাকারদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।

ব্লিপিংকম্পিউটারসহ বিভিন্ন নিরাপত্তা গবেষক এবং মিডিয়ার রিপোর্ট অনুসারে, এ তথ্য ফাঁসের ঘটনা ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার আগের। ২০২১ সালের প্রথম দিকে কোনো এক সময়ের ঘটে থাকতে পারে।

 

এদিকে ঘটনাটিকে এখন পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সাইবারনিরাপত্তা-নিরীক্ষা প্রতিষ্ঠান হাডসন রকের সহ-প্রতিষ্ঠাতা অ্যালন গাল।

গত ২৪ ডিসেম্বর অ্যালন গাল এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকইনে পোস্ট দেন।

দুই সপ্তাহ হয়ে গেলেও টুইটার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নীরব ভূমিকায় রয়েছে টুইটার কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *