May 19, 2024
আন্তর্জাতিক

মালিতে সন্ত্রাসী হামলায় ৬ সৈন্য নিহত, আহত ১৩ শান্তিরক্ষী

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গাড়িবোমা হামলায় জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন জার্মান ও একজন বেলজিয়ান নাগরিক। এছাড়া পৃথক আরেকটি হামলায় মালির ছয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) মুখপাত্র জানিয়েছেন, গত শুক্রবার দেশটির গাও অঞ্চলের ইচাগারা গ্রামে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই অঞ্চলে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় বলে জানা যায়।

জাতিসংঘ মিশনের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১৫ জন আহত বলে জানানো হয়েছিল। তবে পরে সেই সংখ্যা সংশোধন করে ১৩ জন বলে নিশ্চিত করেছেন মুখপাত্র।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানগ্রেত ক্র্যাম্প-ক্যারেনবাউয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের তিন সেনার জখম গুরুতর। এদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল, আরেকজনের এখনো অস্ত্রোপচার চলছে।

এদিকে, মালির সেনাবাহিনী জানিয়েছে, দেশটির মপ্তি অঞ্চলে হামলার শিকার হয়ে তাদের ছয় সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বর্তমানে বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী মালিতে রয়েছেন। সেখানে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের তথ্যমতে, গত এপ্রিল পর্যন্ত মালিতে বাংলাদেশের ১ হাজার ২৭৯ জন সেনা ও ২৮১ জন পুলিশ সদস্য শান্তিরক্ষার মিশনে রয়েছেন।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মোট ২৪৫ শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *