May 19, 2024
আন্তর্জাতিক

মার্কিন জনগণ নতুন দিনের সূচনা করেছেন: কমলা হ্যারিস

মার্কিন জনগণ আমেরিকার জন্য নতুন দিনের সূচনা করেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস।

তিনি বলেছেন, গণতন্ত্র যখন ঝুঁকিতে, নির্বাচনে ব্যালটের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করে আমেরিকার জনগণ নতুন দিনের সূচনা করেছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যর উইলমিংটন শহর থেকে দেওয়া ভাষণে কমলা এ কথা বলেন।

বিবিসি অনলাইন এ তথ্য জানায়।

দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা ভাষণে বলেন, চার বছর ধরে মার্কিন জনগণ সমতা, ন্যায়বিচারসহ ধরিত্রী রক্ষার জন্য রাজপথে লড়াই করেছেন। তারপর ভোট দিয়েছেন। আপনারা স্পষ্ট বার্তা দিয়েছেন। আপনারা আশা, ঐক্য, শালীনতা, বিজ্ঞান ও সত্যকে বেছে নিয়েছেন। আপনারা পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নিয়েছেন।

মার্কিন জনগণের উদ্দেশে কমলা বলেন, আমাদের দেশকে যারা সুন্দরভাবে গড়ে তুলেছেন, সেই আমেরিকান জনগণকে ধন্যবাদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *