মানবিক খুলনার ঈদবস্ত্র বিতরণ
গতকাল শনিবার বেলা ৩টায় নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীতে মানবিক খুলনার অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবিক খুলনার উদ্যোগে হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুদের মাঝে শাড়ী, লুঙ্গী ও বাচ্চাদের পোষাক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ও সোনাডাঙ্গা থানা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমীন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন আরজু।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব আলী, আশরাফ আলী হাওলাদার শিপন, তালুকদার আরজু শামীম, মোঃ আসাদুজ্জামান জয়, হামীম ইসলাম আবির, হাদিউজ্জামান সাজিদ, মোঃ সৈকত হাসান, টিএইচ জয়, অলিমা জাহান মিম্মা প্রমুখ।