মানবপাচারের অভিযোগে ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
মানবপাচারের অভিযোগে ব্রাজিলে এক ব্যবসায়ীসহ সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার মার্কিন অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সাল থেকে শুরু হওয়া তদন্তের ভিত্তিতে ধাপে ধাপে এদের আটক করা হয়। পুলিশের হাতে আটক থাকা ব্যবসায়ীর নাম সাইফুলাহ আল মামুন ওরফে সাইফুল আল মামুন (৩২)। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মানবপাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।
এছাড়া অন্য ছয় বাংলাদেশি হলেন- সাইফুল ইসলাম (৩২), তামুর খালিদ (৩১), নজরুল ইসলাম (৪১), মোহাম্মদ ইফরান চৌধুরী (৩৯), মোহাম্মদ নিজাম উদ্দিন (২৮) ও মো. বুলবুল হোসাইন (৩৬)।
অভিযুক্তদের ধরতে সমন্বিত অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সংস্থাগুলো। মূলত মানবপাচারকারী নেটওয়ার্ক তথা জননিরাপত্তা ঝুঁকি ও গুরুতর মানবিক উদ্বেগ সৃষ্টি প্রতিরোধ করতে এই ধরনের অভিযান চালায় তারা।