December 26, 2024
আন্তর্জাতিক

মানবপাচারের অভিযোগে ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

মানবপাচারের অভিযোগে ব্রাজিলে এক ব্যবসায়ীসহ সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার মার্কিন অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সাল থেকে শুরু হওয়া তদন্তের ভিত্তিতে ধাপে ধাপে এদের আটক করা হয়। পুলিশের হাতে আটক থাকা ব্যবসায়ীর নাম সাইফুল­াহ আল মামুন ওরফে সাইফুল আল মামুন (৩২)। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মানবপাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।

এছাড়া অন্য ছয় বাংলাদেশি হলেন- সাইফুল ইসলাম (৩২), তামুর খালিদ (৩১), নজরুল ইসলাম (৪১), মোহাম্মদ ইফরান চৌধুরী (৩৯), মোহাম্মদ নিজাম উদ্দিন (২৮) ও মো. বুলবুল হোসাইন (৩৬)।

অভিযুক্তদের ধরতে সমন্বিত অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সংস্থাগুলো। মূলত মানবপাচারকারী নেটওয়ার্ক তথা জননিরাপত্তা ঝুঁকি ও গুরুতর মানবিক উদ্বেগ সৃষ্টি প্রতিরোধ করতে এই ধরনের অভিযান চালায় তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *