মহান বিজয় দিবসে কেইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটির তাৎপর্য তুলে ধরে গত বুধবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, বর্তমান সহ-সভাপতি মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, সোহেল মাহমুদ, দিলীপ বর্মণ ও শরিফুল ইসলাম বনি।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এ কে হিরু, শেখ আবু হাসান, মল্লিক সুধাংশু, ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, রাশিদুল আহসান বাবলু, সুনীল দাস, মিলন হোসেন, বাপ্পী খান, সাগর সরকার, মেহেদী হাসান পলাশ, এস এম বাহাউদ্দিন, তৌহিদুল ইসলাম তুহিন, হাসানুর রহমান তানজির-সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভার শুরুতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে দিবসের শুরুতে গল্লামারি বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ