November 28, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

মহানবীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় বিজেপির এমপি গ্রেফতার

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় ভারতের তেলেঙ্গানার বিজেপি এমপি (বিধায়ক) রাজা সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

বিতর্কিত এই বিজেপি নেতাকে মঙ্গলবার সকালে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির

সোমবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দক্ষিণ জোন ডিসিপি অফিসসহ হায়দ্রাবাদের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপরই তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করে পুলিশ।

হায়দরাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন রাজা সিং। এরপরই সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস এবং হায়দ্রাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেন, রাজা সিং মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক।

পরে বিক্ষোভকারীদের হেফাজতে নিয়ে বিভিন্ন থানায় পাঠানো হয়।

শহরের গোশামহলের এমপি (বিধায়ক) টি রাজা সিং গত সপ্তাহে একটি কমেডি শোতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এর আগে শুক্রবার তিনি স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীর অনুষ্ঠান বাতিল করার জন্য সমর্থকদের নিয়ে হাজির হন এবং সেখানে বাধা সৃষ্টি করেন। পরে পুলিশ তাকে সরিয়ে দেয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *