মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এর মতবিনিময় সভা
গতকাল বুধবার বিকাল ৪টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা এঁর সভাপতিত্বে খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এস এম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোলা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সাইফুল হক-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, জোনাল সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ এবং এবং খুলনা মাহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ডাঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ সকল থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় খুলনা মহানগরীকে মাদকমুক্ত করার জন্য কমিউনিটি পুলিশিং ফোরামকে এগিয়ে আসার আহŸান জানানো হয়। এছাড়া কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা ও শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।