April 26, 2024
আঞ্চলিক

খুলনায় ১৩টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা : কেএমপির নিষেধাজ্ঞা

 

তথ্য বিবরণী

আগামী ২১ জুন খুলনা মেট্রোপলিটন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর খুলনা জেলার প্রথম ধাপের লিখিত পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা রয়েছে।

পরীক্ষার দিন ২১ জুন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন  এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা চলবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। প্রসঙ্গত: কেএমপি এলকায় এবারে মোট ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ হলো: খুলনা সরকারি আযমখান কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, দৌলতপুর সরকারি বিএল কলেজ-১, সরকারি বিএল কলেজ-২, দৌলতপুর সরকারি বিএল কলেজ-৩, খুলনা সরকারি পাওনিয়ার মহিলা কলেজ, খুলনা জিলা স্কুল, খুলনা পাবলিক কলেজ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, বাংলাদেশ নৈৗবাহিনী স্কুল এন্ড কলেজ, বয়রা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, খালিশপুর পলিটেকনিক ইন্সটিটিউট এবং সরকারি মহিলা কলেজ, বয়রা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *