মশক নিধনে কর্মকর্তা-কর্মচারীদের গাফিলাতি পেলে শাস্তিমূলক ব্যবস্থা : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সী বিভাগের এক সভা বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।
সভায় সিটি মেয়র বলেন, শীত মৌসুম শুরু হওয়ায় মশার উপদ্রব বাড়তে পারে বিধায় কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল হতে হবে। মশক নিধনের ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের গাফিলাতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, মশক নিধনের পাশাপাশি নিয়মিত ড্রেন পরিস্কার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, মোঃ আব্দুর রকীব, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্লা মারুফ রশিদ, মোঃ জিয়াউর রহমান কঞ্জারভেন্সী বিভাগের চলমান কার্যক্রম বিষয়ে সিটি মেয়রকে অবহিত করেন।
সিটি মেয়র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আরো বলেন, দেশে করোনা পরিস্থিতি এখনো আশংকাজনক অবস্থায় রয়েছে। খুলনায় করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় নাই। এ পরিস্থিতি বজায় রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত রাখার বিষয়ে নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে সিটি মেয়র নিয়মিত মাইকিং করারও নির্দেশ দেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ