April 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

মনিরুজ্জামান সাগর সদালাপী নিরহংকার রাজনীতিবিদ ছিলেন : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি
নগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মনিরুজ্জামান সাগর সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি একজন সদালাপী নিরহংকার রাজনীতিবিদ ছিলেন। কাউকে আঘাত দিয়ে বা ছোট করে তিনি কথা বলেননি। তার মধ্যে কোন অহংকার অহমিকা ছিলনা। তিনি সবার সাথে সুসম্পর্কসহ সাবলিলভাবে চলতেন। তার এই চলে যাওয়া রাজনীতিতে একজন ভাল মানুষের প্রস্থান। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে নগর আ’লীগের নির্বাহী সদস্য ও নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের আত্মার মাগফেরাত কামনায় নগর আ’লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময়ে আরও বক্তৃতা করেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য ও নগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, নগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, সদর থানা আ’লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, নগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, নগর শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর বরকত আলী, নগর যুব মহিলা লীগ নেতা এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী, প্যালেন মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চ. ম. মুজিবুর রহমান, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, মো. আব্দুল আজিজ, শেখ জাহিদ হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, মো. মোতালেব মিয়া, আজম খান, মো. জাকির হোসেন, ফায়জুল ইসলাম টিটো, মীর মো. লিটন, ওহিদুল ইসলাম পলাশ, মো. সিহাব উদ্দিন, মো. সেলিম হোসেন, মহিলা আ’লীগ নেতা নুর জাহান রুমী, নূরাণী রহমান বিউটি, জেসমিন সুলতানা শম্পা, আফরোজা জেসমিন বিথী, মেহাজাবিন খান, সাবিহা ইসলাম আঙ্গুরা, শবনম সাবা, যুব নেতা কবীর পাঠান, শওকত হোসেন, মোস্তাফা কামাল, আব্দুল মালেক, আব্দুল জব্বার, ছাত্রনেতা জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, ওমর কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুম মনিরুজ্জামান সাগরের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহিম ও মুফতি রফিকুল ইসলাম।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *