মধ্যপ্রাচ্যে ২ এপ্রিল থেকে রমজান শুরু
আগামী বছরের ২ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। বুধবার (২২ ডিসেম্বর) মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মিশরীয় জোতির্বিদদের মতে, আগামী ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। হয়তো ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে। যদি তাই হয় তাহলে আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে মাহে রমজান।
আরবি দিন পঞ্জিকায় নবম মাস রমজান। এ সময় সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন।
রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন উদযাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাসের শুরু ও শেষ। যার কারণে আরবি মাসের শুরুর বিষয়ে আগে থেকেই পুরোপুরি নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না।
এই মাসের নাম এসেছে আরবি ‘রামাদ’ শব্দ থেকে। এর অর্থ ‘তপ্ত’ বা ‘শুষ্কতা। ’