November 27, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

মডার্ণ সী ফুডে চিংড়িতে জেলি পুশ করায় আটক ৬ জনকে দণ্ড

দ. প্রতিবেদক
চিংড়িতে জেলি পুশ করে রপ্তানি করার সময় ছয় ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ৩০০ কেজি জেলি পুশকৃত ও ৩৫০ কেজি সাধারণ চিংড়ি মাছও জব্দ করে তারা। সোমবার বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) রূপসা স্টেশন অভিযান চালিয়ে এসব জব্দ করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আমিরুল হক মঙ্গলবার দুপুরে এক প্রেস বার্তায় এ তথ্য জানায়।
প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসায় মডার্ণ সী ফুড কোম্পানী থেকে ৩০০ কেজি জেলিপুশকৃত চিংড়ি ও ৩৫০ কেজি ফ্রেশ চিংড়িসহ ৬ জন ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা ও এফআই কিউসি, খুলনার উপস্থিতিতে আটককৃত ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল দেওয়া হয়। একই সাথে জব্দকৃত ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ৩৫০ কেজি ফ্রেশ চিংড়ি নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়।
কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে প্রেস বার্তার মাধ্যমে জানানো হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *