December 16, 2025
আঞ্চলিক

ভোটারদের টাকা দেওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীসহ দুজনকে জরিমানা

খুলনা-৪ আসনের তেরখাদায় উপজেলার সাচিয়াদহ এলাকায় প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা দেওয়ার সময় হাতেনাতে আটক তন্ময় সিকদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এ অভিযান পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, একজন প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা দেওয়ার সময় তেরখাদা উপজেলার সাচিয়াদহ এলাকায় নৌকা প্রতীকের কর্মী তন্ময় সিকদারকে ৩০ হাজার টাকা এবং খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন: