May 3, 2024
ফিচারলেটেস্ট

ভেষজ: কোন রোগে কী

শরীর যখন আছে, রোগ তো বাসা বাঁধবেই। আর শরীরে অসুখ করলেই কি বেশি দামের সাইড এফেক্টওয়ালা অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে! একদম নয়। সেই প্রাচীনকাল থেকেই ভেষজ ওষুধ ব্যবহার করা হয়। এতে রোগও যেমন সারে, তেমনই সাইড এফেক্টেরও ভয় নেই। হাতের কাছে কম দামে পাওয়াও যায়। তাই জেনে নিন, কোন কোন ভেষজে কী কী রোগ সারে। আপনার অনেক কাজে লাগবে।

বাতের রোগ, জ্বর- অশ্বগন্ধা পাতার মূল, বীজ।।
কাশি,অ্যাজমা, জ্বর- বাসক পাতা।।

শ্বাসকষ্ট-হরিতকি
হৃদরোগ- অর্জুন গাছের ছাল

আমাশয়, ডায়েরিয়া,অ্যানিমিয়া- আমলকি
চর্মরোগ, ক্রিমি, মধুমেহ-নিমগাছের পাতা

কোষ্ঠকাঠিন্য, ক্রিমিনাশক, জ্বর- ঘৃতকুমারী পাতারা শাঁস
স্মৃতিশক্তি বাড়াতে, মস্তিষ্ক বিকৃতি রুখতে- ব্রাহ্মীশাক

জ্বর, সর্দি কাশি, চোখের রোগ-তুলসী পাতা

পেট ফাপায় পাথরকুচি

পরামর্শ:

বাজার থেকে দেখেশুনে ভেষজ বিজ্ঞানের উপর ভাল একটি বই সংগ্রহে রেখে দিতে পারেন। প্রয়োজনের সময় দেখে শুনে পড়ে ব্যবহার করতে পারেন। অন্যকে পরামর্শ দিতে পারেন।

শেয়ার করুন: