April 26, 2024
আন্তর্জাতিকজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

ভারত থেকে আসছে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস

দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, আজ (২৭ জুলাই) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে. টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। যা বুধবার সকালে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে মহামারী মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত।
এর আগে গত ২৪ জুলাই ২০০ মেট্রিক টন ও ২১ জুলাই ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা হিসেবে ভারত সরকারের রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ তৎপরতায় দেশে পাঠানো হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *