April 18, 2024
জাতীয়

ভারতরত্ন প্রণব মুখার্জীকে শেখ হাসিনার অভিনন্দন

দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেশটির সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’- এ ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখোপাধ্যায়কে এবার ভারতরত্ন খেতাবের জন্য মনোনীত করে দেশটির সরকার। গতকাল শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন করে প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব দীর্ঘ রাজনৈতিক জীবন পেরিয়ে ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এই পদে তিনিই প্রথম বাঙালি। ২০১৭ সালে দায়িত্ব ছাড়ার পর অবসর কাটাচ্ছেন তিনি। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখোপাধ্যায় বিয়ে করেছেন নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়কে। ২০১৫ সালে শুভ্রার মৃত্যু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিন থেকেই পারিবারিক সম্পর্ক রয়েছে প্রণবের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *