December 31, 2024
আঞ্চলিক

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শেখ সিয়াম চিকিসা থেকে বঞ্চিত, অর্থের প্রয়োজন

দ: প্রতিবেদক

বøাড ক্যান্সারে আক্রান্ত শিশু শেখ সিয়াম (১১) অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পেয়ে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার যথাযথ চিকিৎসা সাহায্যের জন্য প্রধানমন্ত্রীসহ বিত্তবানদের হস্তক্ষেপ চেয়েছে তার অসহায় পরিবার।

রাজ পুত্রের মত দেখতে শেখ সিয়াম। আশাছিল লেখাপড়া শিখে বড় হয়ে পরিবারের হাল ধরবে। কিন্তু তার সে আশায় বাঁধাহয়ে দাঁড়িয়েছে  ঘাতক ব্যাধি ক্যান্সার। সে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত বদিউজ্জমান শেখের পুত্র।  কলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র সে। তার পিতা শেখ বদিউজ্জামান গত বছর ৯ আগস্ট সৌদি আরবে মৃত্যু বরণ করায় চরম ভাবে অসহায় হয়েপড়ে তার পরিবার। একমাস আগে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। তাকে গোপালগঞ্জ চিকিসকদের কাছে নিয়েযায় তার মা। সেখানের চিকিৎকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার শরীরে মরন ব্যাধি ক্যান্সার ধরা পড়ে বলে জানায় তার মাতা তাজিনুর বেগম। সে জানায় অনেক পরীক্ষা নিরীক্ষাদেয় চিকিৎসকরা। অর্থাভাবে তার বেশীর ভাগই করাতে পারেনি তিনি। ঢাকা হাসপাতালে রেখে চিকিৎসা করাবার মত আর্থিক অবস্থা না থাকায়, সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তিকরে। সেখানে প্রতিদিন তার শরীরে রক্তদিতে হচ্ছে। কয়েকদিন চিকিসা দেয়ার পর গতকাল বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসাতালের চিকিৎসকরা তাকে পরামর্শদিয়েছে ঢাকা নিয়েযেতে। অসহায় তাজিনুর বেগম জানায়। তার বসত বাড়িছাড়া আর কিছুনেই। সেটুকু বিক্রি করলেও সিয়ামের চিকিৎসা হবেনা। তাই সে এখন তার এতিম পুত্রকে বাঁচাতে প্রধান মন্ত্রীসহ  সমাজের বৃত্তবানদের প্রতি আর্থিক সহযোগীতা চেয়েছেন। এখন বিত্তবানদের সামান্য সহগযোগী হয়তো এ অসহায় শিশুটিকে বাঁচিয়ে দিতে পারে।তাকে আর্থিক সাহায্য পাঠাতে তার বিকাশ নন্বর ০১৭৮৪৭৭৯৯৬৩ অথবা তার সোনালী ব্যাংক টুঙ্গিপাড়া পাটগাতী শাখা হিসাব নন্বর ৬১১০১০১০০৯৭৮০ তে পাঠাতে পারেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *