May 19, 2024
আঞ্চলিক

ব্র্যাক এর উদ্যোগে খুলনা নগরীর অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান

প্রেস রিলিজ

ব্র্যাক এর উদ্যোগে সারাদেশে ১ লক্ষ কর্মহীন খেটে খাওয়া, দুস্থ্য অসহায় নিম্ন আয়ের লোকদের আর্থিক সহযোগিতা কার্যক্রম এর ধারাবাহিকতায় গতকাল ০৩/০৪/২০২০ তারিখ শুক্রবার খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৪৫০০ পরিবারকে নগদ ১৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করার কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন খুলনা জেলা প্রশাসক জনাব মোঃ হেলাল হোসাইন। খুলনার ২১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অর্থ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন এডিসি মোঃ জিয়ায়ুর রহমান, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামসুজ্জামান মিয়া স্বপন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব আবু মোজাফফর মাহমুদ, ব্র্যাক জেলা সমন্বয়কারী জনাব আবু সাঈদ, ব্র্যাক এর বিভিন্ন প্রোগ্রাম এর কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, কেশব লাল গাইন, জয়ন্ত হালদার, বাকিউল ইসলাম, ইউসুফ আলী, সাইদুর রহমান, স্মৃতি মন্ডল। ব্র‍্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় নগরীর ১৯ টি ওয়ার্ডের ৩২ টি বস্তি থেকে জরীপের মাধ্যমে ৪৫০০ টি হত দরিদ্র পরিবার নির্ধারণ করে তাদের মধ্যে এই আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণজনিত এই পরিস্থিতিতে সারাদেশে যখন মানুষ কর্মহীন হয়ে পড়েছে তখন ব্র্যাক এর এই উদ্যোগ আর্থিক অসচ্ছল পরিবার কে অন্তত দুই সপ্তাহ সংসারের মৌলিক চাহিদা পুরণ করতে সহায়তা করবে। খুলনা জেলা প্রশাসক দেশের এই পরিস্থিতিতে বিত্তবান, সামাজিক সংগঠনগুলোকে দেশের অসহায়, দুঃস্থ মানুষের পাশে এসে দাড়াতে আহবান জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *