ব্রিটেনের রাজার ওপর ডিম নিক্ষেপ: আদালতে হাজির অভিযুক্ত
ব্রিটেনের রাজা চার্লসকে ডিম ছুড়ে মারার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে। গত মাসে ওই ব্যক্তি এ অপরাধ করেন। এ ধরনের মামলা শুধুমাত্র প্রধান ম্যাজিস্ট্রেট শুনানি করতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লন্ডন থেকে প্রায় ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দূরে লুটন শহরে ৬ ডিসেম্বর তারিখে ব্রিটিশ রাজার সফরের সময় তার দিকে একটি ডিম নিক্ষেপ করার অভিযোগে গ্রেফতার হন হ্যারি স্পার্টাকাস মে। মূলত, সরকারি আইন ভঙ্গের অপরাধে তাকে আটক করা হয়।
সম্প্রতি ওই আসামিকে লুটন শহরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এখানকার প্রসিকিউটররা বলেছিলেন যে মামলাটি শুধুমাত্র প্রধান ম্যাজিস্ট্রেট শুনানি করতে পারেন। শুক্রবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে সোমবার এ মামলার শুনানি হয়।
এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। তিনি এমন আচরণ ও আপত্তিজনক শব্দ করেছেন যে তা কোনো ব্যক্তির পক্ষে শোনা সম্ভব না। ওই অসভ্য আচরণগুলো যে কারো জন্য অসহ্য। এ ধরনের আচরণ মূলত হয়রানিমূলক ও যন্ত্রণার কারণ।
এ বিষয়ে প্রসিকিউটর ম্যাথিউ টেলর বলেছেন, এটা একটি বিশেষ এখতিয়ারের মামলা। শুধুমাত্র প্রধান ম্যাজিস্ট্রেট এ মামলার শুনানি করতে পারেন।
সূত্র : ইয়েনি শাফাক