November 27, 2024
আঞ্চলিকশীর্ষ সংবাদ

ব্যাংকিং সেবা আরও সহজ করেছে এজেন্ট ব্যাংকিং : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ব্যাংকিং সেবা কার্যক্রম গ্রাহকদের কাছে আরও সহজ করে তুলেছে এজেন্ট ব্যাংকিং। মহল্লায় মহল্লায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকরা একদিকে যেমন সহজে বিদ্যুৎ বিল, পানির বিল পরিশোধসহ নানাবিধ ব্যাংকিং সেবা সহজে গ্রহণ করতে পারছে অন্যদিকে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় অর্থনীতির মজবুত ভীত গড়ে ওঠায় ব্যাংকিং খাতের এ প্রসার সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর টুটপাড়ায় ইনস্টিটিউট অব লাইব্রেরী, আর্টস, কমার্স এন্ড সাইন্স (ইলাক্স) মিলনায়তনে ওয়ান ব্যাংক লিমিটেড-এর এজেন্ট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি ফিতা কেটে নতুন এ শাখার কার্যক্রমের উদ্বোধন করেন। গ্রাহকদের যথাযথ সেবা প্রদানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং-এর জনপ্রিয়তা আরও বৃদ্ধিতে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতা ও সততার সাথে কাজ করার আহŸান জানান।

ইলাক্স-এর অধ্যক্ষ এম এ কাইয়ুম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ান ব্যাংক লিমিটেডের খুলনা জোনের প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ, ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক দিদারুল আলম, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রধান রাহিদ আমিন ও সৌদিআরব প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদউজ্জামান। স্বাগত বক্তৃতা করেন ব্যাংকার মোঃ জাহিদ আহমেদ। অন্যান্যের মধ্যে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, আওয়ামী লীগ নেতা হাফেজ মোঃ শামীম, বাবুল সরদার বাদল, মোঃ আজম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *