May 22, 2024
জাতীয়লেটেস্ট

বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৬ ধাপ পেছালো বাংলাদেশি পাসপোর্ট

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৬ ধাপ পিছিয়েছে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট ৬ ধাপ পিছিয়ে ১০৬তম অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) হেনলি পাসপোর্ট সূচক ২০২১ সালের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের পাসপোর্টধারীরা পূর্ব ভিসা ছাড়াই ২২৭টি দেশের মধ্যে ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বাংলাদেশের পাসপোর্ট এখনও বিশ্বব্যাপী একাদশতম দুর্বল পাসপোর্ট হিসেবে অবস্থান করছে।

বর্তমানে বাংলাদেশ, লেবানন ও সুদান পাশাপাশি ১০৬তম অবস্থানে রয়েছে। গত এপ্রিলে প্রকাশিত দ্বিতীয় ত্রৈমাসিকের প্রতিবেদনে ১০০তম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে ১০১তম অবস্থানে ছিল।

আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই কোন দেশের নাগরিকরা কোথায় ভ্রমণ করতে পারবেন তার ওপর ভিত্তি করে ১৯৯টি দেশের পাসপোর্টের সূচক প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *