May 3, 2024
লেটেস্টশিক্ষা

বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রণয়ন শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী আগামীকাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা কর্তৃক বাস্তবায়নাধীন “খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ” প্রকল্পের আওতায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছয়দিন ব্যাপী “বৈজ্ঞানিক গবেষণা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত প্রণয়ন” শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ আগামীকাল।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে অবস্থিত আইকিউএসি’র নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়েছে গত শনিবার ২২ জুলনাই, ২০২৩ খ্রি. তারিখ। নিরবচ্ছিন্নভাবে এ প্রশিক্ষণ চলছে এবং বিভিন্ন সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ হাতে কলমে বিভিন্ন ডাটা অ্যানালিসিস টুল সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করছেন।

ছয়দিনের চলমান প্রশিক্ষণের আজ ছিল চতুর্থ দিন। ইউ আর পি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জনাব মো: মোস্তাফিজুর রহমান আজ উল্লেখয়োগ্য সেশনসমূহ পরিচালনা করেন। আগামী ২৭ জুলাই, ২০২৩ খ্রি. তারিখ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণ শেষ হবে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

শেয়ার করুন: