May 2, 2024
আন্তর্জাতিক

বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ইউক্রেনের

বেলারুশের সঙ্গে থাকা সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে ইউক্রেন। রাশিয়া নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে- এমন আশঙ্কায় সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ইউক্রেন সশস্ত্র বাহিনী ও গোলাবারুদ দিয়ে বেলারুশিয়ান সীমান্তকে শক্তিশালী করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে দেখা করতে মিনস্কে যাওয়ার সময় এই খবর আসে। উল্লেখ্য, রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গেও বেলারুশের সীমান্ত রয়েছে।

এদিকে ইউক্রেনের এমন ঘোষণার পর রাশিয়ার সঙ্গে থাকা বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, অবৈধ সীমান্ত লঙ্ঘন বা যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

এছাড়া, ইউক্রেনের যে অংশগুলোকে মস্কো নিজের বলে দাবি করে সেখানে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, বেলারুশে অবস্থানরত রুশ সৈন্যরা বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে।

রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই বেলারুশের সীমানা রয়েছে। আর পুতিনের বেশ ঘনিষ্ঠ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।

এই যুদ্ধে বেলারুশ সরাসরি জড়িত নয়। তবে ফেব্রুয়ারিতে দেশটি এর অঞ্চল রাশিয়ার সৈন্যদের ব্যবহার করতে দিয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *