April 25, 2024
আন্তর্জাতিককরোনা

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৬৫ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ৭৯৮ জন।

সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৯১ জন।

মঙ্গলবার (২৫ মে) ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ লাখ ৮৬ হাজার ৯৬১ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার ৬৮০ জনে। সুস্থ হয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৬১৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৩৭ জন করোনায় আক্রান্ত ও ৬ লাখ ৪ হাজার ৪১৬ জন মারা গেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জন। মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২৪৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬১ লাখ ২১ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ২৬ জনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *