April 19, 2024
খেলাধুলা

বিশ্বকাপ জিততে আসিনি, ভারতকে হারানো হবে অঘটন: সাকিব

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই এখন আলাদা উত্তেজনা। শক্তিমত্তায় বেশ পার্থক্য থাকলেও দুই দলের মধ্যে গত কয়েক বছরে বেশ কয়েকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। তাই এখন দুই দলকে মুখোমুখি হতে দেখলেই অন্যরকম রোমাঞ্চ কাজ করা সবার মধ্যে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের ম্যাচে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

এবারও কি উপভোগ্য এক লড়াই হবে? সাকিব বেশ আশাবাদী। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।’

তবে সাকিব মেনেই নিচ্ছেন, ভারতের বিপক্ষে তাদের জয় পাওয়াটা সহজ হবে না। বরং বাংলাদেশ জিতে গেলে সেটাই বরং অঘটন হবে, এমন অকপট স্বীকারোক্তি অধিনায়কের।

সাকিব বলেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের পরিকল্পনাতেই মন দিতে চান সাকিব। তার কথা, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *