বিশ্বকাপে সাকিবের প্রথম সেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মতো আসরে ব্যাট-বলে উদ্ভাসিত সাকিবকে অনেকবার দেখা গেছে। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের অপূর্ণতা ছিলো একটি জায়গায়। উইকেট নিয়ে, হাফসেঞ্চুরি তুলে দলের জয়ে ভূমিকা রাখলেও সেঞ্চুরি পাননি কখনও। ইংল্যান্ডের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচলো এবার। ৯৫ বলে তুলে নিয়েছেন বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম।
আগের দুই ম্যাচে দুটি হাফসেঞ্চুরি তুলে নিলেও ইনিংস লম্বা হচ্ছিলো না তার। আজকে দুই উইকেট পড়লে ভালো কিছুর সম্ভাবনা শুরু থেকেই দিয়ে যাচ্ছিলেন দায়িত্বশীল ভঙ্গিতে খেলে। দুই ওপেনার দ্রুত ফিরলে সাকিব আর মুশফিকের দৃঢ়চেতা ব্যাটিংয়েই এক পর্যায়ে জয়ের পেছনে ছুটছিলো বাংলাদেশ। এই জুটিতে ওঠে আসে ১০৬ রান।