May 6, 2024
Uncategorized

বিশ্বকাপের দল ঘোষণা কবে, জানালেন পাপন

আসন্ন বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন আগামীকাল ৫ সেপ্টেম্বর। তবে এখনই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ সদস্যের প্রাথমিকভাবে দল আইসিসির কাছে পাঠাবে বিসিবি। 

আজ (৪ সোমবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, ‘আগামী ২৬ অথবা ২৭ তারিখ আমরা বিশ্বকাপের দল দিয়ে দেব। হয়তো ২৬ তারিখ দিয়ে দেব।’

আইসিসির নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে দলগুলোর জন্য। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এখনকারটা দিতে হবে তাই দেওয়া। কিন্তু মেইন (প্রধান) দলটা আমরা ২৬ অথবা ২৭ তারিখ ঘোষণা করে দেব। তখন আপনারা সবাই জানবেন। আমার কাছে এটা একাডেমিক।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজও বিশ্বকাপের দল ঘোষণার আগে ম্যানেজমেন্টের নজরে থাকবে। বিসিবি প্রধান আরও বলেন, ‘আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখবো। এখানে অনেকে আছে যারা এই সিরিজে সুযোগ পাবে। এরপর আমরা দেখে বেস্ট পসিবল দলটাই ঘোষণা করবো ২৬ তারিখ।’

ক্রীড়া ডেস্ক

শেয়ার করুন: