November 25, 2024
আঞ্চলিক

বিশিষ্ট সমাজসেবক ও ডাঃ আলহাজ্জ মোঃ আসাদুল হকের ইন্তেকাল

আলহাজ্জ ডাঃ মোঃ আসাদুল হক গত ২৭/০৩/২৩ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মরহুমের নামাজের জানাজা ২৮/০৩/২৩ তারিখ জোহরবাদ স্থানীয় খুলনা আলিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
তিনি ১৯৫৩ সালে ২০ শে আগস্ট জেলা সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৬৯ ইং সালে কুষ্টিয়া কুমারখালি কুষ্টিয়া হাইস্কুল হইতে তিনি এস এস সি, ১৯৭১ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে এইচ এস সি, ১৯৭৭ সালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সরকারি চাকুরিতে রামপাল হাসপাতালে যোগদান করেন। পরে তিনি ডেপুটেশনে ১৯৭৮ সালে খুলনা সদর হাসপাতালে যোগদান করেন। প্রায় ২০ বছর খুলনার বিভিন্ন হাসপাতালে তিনি চাকুরি করার পরে টি এইচ ও হিসাবে কয়রায় যোগদান করেন। তারপর তিনি সিভিল সার্জন হিসাবে শরিয়তপুর যোগদান করেন। এরপর ডেপুটি ডাইরেক্টর হেলথ হিসাবে খুলনায় যোগদান করেন। ২০১০ সালে তিনি ডাইরেক্টর হেলথ হিসাবে পদোন্নতি প্রাপ্ত হন এবং বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে ন্যাস্ত হন। ইং ২০১০ সালে তিনি সরকারি চাকুরি হইতে অবসর প্রাপ্ত হন। তিনি খুলনা হাজি মহসিন রোডে সিটি নার্সিং হোমের এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তার গ্রামে চাকলা দারুস ছুন্নত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনার কাজে নিয়োজিত ছিল। তিনি উক্ত মাদ্রাসার গভঃ বডির সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন।

শেয়ার করুন: