December 22, 2024
জাতীয়

বিরোধী দলের প্রতি আ’লীগ সহানুভূতিশীল : ওবায়দুল

দক্ষিণাঞ্চল ডেস্ক

গণতন্ত্রকে শক্তিশালী করার শর্তে বিরোধী দলের ব্যাপারে আওয়ামী লীগ সবসমইয়ই সহানুভূতিশীল বলে জানিয়েছেন দলটির দ্বিতীয় বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিরোধী দল কোনো সভা-সমাবেশ করতে চাইলে সরকার তা করতে দিতে চায় বলেও জানান তিনি।

গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিরোধী দলের ব্যাপারে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিপক্ষকে দুর্বল ভাবি না। গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই। এজন্য বিরোধী দলের প্রতি আমরা সহানুভূতিশীল। তারা কোনো সভা-সমিতি করতে চাইলে তাদের সে সুযোগ দিতে চাই।

দ্বিতীয় বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ওবায়দুল কাদের বলেন, এখনও অনেক কাজ বাকি। সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা গণতান্ত্রিক দল। সাধারণ সম্পাদক পদে আসার মতো যোগ্যতা আমার নেই। আমি অসুস্থতা থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি। মমতাময়ী মায়ের মতো তিনি (শেখ হাসিনা) আমার পাশে দাঁড়িয়েছেন। কলিগরাও অনেক কষ্ট করেছেন।

দলের জাতীয় সম্মেলন সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের সম্মেলন ঐতিহাসিক। দিন-রাত পরিশ্রম করেছেন কর্মীরা। সহযোগী সংগঠনগুলোও অনেক কাজ করেছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *