বিরেন্দ্র নাথ ঘোষের সুস্থতা কামনা আ’লীগের
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ দুর্ঘটনায় কবলিত হয়ে মাজার হাড় ভেঙ্গে গিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর দেহে অস্ত্রপচার করা হবে। এদিকে বিরেন্দ্র নাথ ঘোষের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেল আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী এবং পরিবারের সদস্যবৃন্দ। এদিকে আত্মীয় স্বজন, দলের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন বিরেন্দ্র নাথ ঘোষ।