May 18, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

বিভাগে করোনা আক্রান্তের শীর্ষে খুলনা

দ. প্রতিবেদক : করোনাভাইরাসের আক্রান্তদের তালিকায় বিভাগের শীর্ষে অবস্থান করছে খুলনা জেলা। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে মেহেরপুর জেলা। আজ শুক্রবার সকালে খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ৯২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে ৫১৬ জন রোগী সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৬ জন। বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনা জেলায় ৬৭২ জন। সবচেয়ে কম শনাক্ত হয়েছে মেহেরপুর জেলায় ৩৬ জন। এছাড়া বাগেরহাটে ১০২ জন, সাতক্ষীরায় ৯৬ জন, যশােরে ২৮৯ জন, নড়াইলে ৭৩ জন, ঝিনাইদহে ১২৩ জন, মাগুরায় ৫৮ জন, চুয়াডাঙ্গায় ১৬৯ জন ও কুষ্টিয়ায় ৩০৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৮ জন। এদের মধ্যে পুরুষ ১১২ জন, নারী ৩৬ জন। সুস্থ হয়েছেন ৯ জন, মারা গেছেন ২ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *