বিপিসিডিওএ’র কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার, বেলা ১২টায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিসিডিওএ), খুলনা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর এর সঞ্চানালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিসিডিওএ’র খুলনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান।
মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন বিপিসিডিওএ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, অধ্যাপক ডা. মো: মনিরুজ্জমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, ডা. মো: মঈনুল আহসান, সহ-সভাপতি বিপিসিডিওএ, কেন্দ্রীয় কমিটি এবং এছাড়া আরো উপস্থিত ছিলেন বিপিসিডিওএ, কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, জনাব মো: লুৎফুল আজম রানা, এবং জনাব মো: সানাউল্লাহ হক।