April 25, 2024
আঞ্চলিক

কেশবপুরে নাশকতা মামলায় ১৮ জনের নামে চার্জশিট

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। থানার এসআই ফজলে রাব্বি মোল্যা তদন্ত শেষে যশোর আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো, উপজেলার মূলগ্রামের তোফাজ্জেল হোসেন, এহসানুল কবির, নতুন মূল গ্রামের আবুল হোসেন আলাল, আব্দুল মান্নান, বারুইহাটি গ্রামের আবুল হোসেন, সাগরদাঁড়ি গ্রামের হাফিজুর রহমান, গৌরিঘোনা গ্রামের শহিদুল ইসলাম, তেঘরি গ্রামের শাহজাহান, ঝিকরা গ্রামের আক্তারুজ্জামান, বরণডালী গ্রামের আশরাফুল ইসলাম, হাসানপুর গ্রামের হাবিবুর রহমান, রামচন্দ্রপুর গ্রামের ইমরান হোসেন, কর্ন্দপপুর গ্রামের ইমরান হোসেন, সরসকাটি গ্রামের মুনসুর আলী, বারুইহাটি গ্রামের জালাল উদ্দীন, সাতবাড়িয়া গ্রামের আব্দুস সামাদ, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার মণিরুজ্জামান শেখের ছেলে শফিকুল ইসলাম ও হাজরাকাটি গ্রামের আব্দুল ওয়াদুদ বিপ্লব।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১০ নভেম্বর উপজেলার মূলগ্রামের তোফাজ্জেল হোসেনের বাড়িতে আসামীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন বৈঠক করছে বলে সংবাদ পায় পুলিশ। এসময় ওই বাড়িতে অভিযান চালিয়ে তোফাজ্জেল হোসেন ও তার ছেলে এহসানুল কবীরকে আটক করা হয়। এসময় বেশ কিছু বিস্ফোরিত বোমার সামগ্রী উদ্ধার করা হয়। এঘটনায় এসআই শাহজাহান আহম্মেদ বাদি হয়ে আটক ২ জনসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এসআই খান আব্দুর রহমান মামলাটি প্রথমে তদন্ত করলেও পরবর্তীতে তিনি অন্যত্র বদলি হওয়ায় এসআই ফজলে রাব্বি মোল্যা তদন্ত কাজ শেষ করেন। সর্বশেষ তদন্তে ওই ১৮ জনের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা মিলায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *