বিপিএইচসিডিওএ খুলনা শাখার ২য় বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) খুলনা শাখা কর্তৃক আয়োজিত ‘২য় খুলনা বিভাগীয় সম্মেলন ও মেডিকেল ট্রেড ফেয়ার-২০২০’ অনুষ্ঠিত হয় স্থানীয় খুলনা ক্লাব লিমিটেডে।
বিপিএইচসিডিওএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বর্তমান ক্লিনিক ডায়াগনষ্টিকের লাইন্সেস রেজিষ্ট্রেশনের জটিলতা সংকট বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিস্তর আলোচনা করেন।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিওএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো. মাঈনুল আহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, ডা. মো. সওকাত আলী লস্কর। খুলনা বিভাগের ১০ জেলা ও গোপালগঞ্জ জেলার ৪ শতাধিক ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগন অংশগ্রহণ করেন ।