বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ
খবর বিজ্ঞপ্তি
বিজ্ঞান আন্দোলন মঞ্চ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকার শহীদ হাদিস পার্কে বলয় সূর্য গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প আয়োজিত হয়। সংগঠনের খুলনা জেলা সভাপতি নবজ্যোতি সরকারের সভাপতিত্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্প উদ্বোধন করেন প্রকৌশলী আব্দুল করিম ও বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব সরোজিৎ রায় পল্লব।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা ফিলম সোসাইটির সংগঠক সাহেদ শুভ, লেখক রোমেল রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী দৌলতপুর থানা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মোহন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের খুলনা জেলা কমিটির উপদেষ্টা জনার্দন দত্ত নাণ্টু, সনজিৎ মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক সাঈদ মারদান শেখ, দপ্তর সম্পাদক শামীম রেজা, সহ-দপ্তর সম্পাদক অর্ঘ্য মণ্ডল, সহ-অর্থ সম্পাদক শেখ ইফাজুল মনিম আপন, সহ-প্রচার সম্পাদক নূসরাত জাহান রিসা, সহ-প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পাঠাগার সম্পাদক অমিত মজুমদার, সদস্য সাফোয়ান আহসান রাফিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। সান ফিল্টারের মাধ্যমে সূর্য গ্রহণ পর্যবেক্ষণের পাশাপাশি তারা সাধারণ জ্ঞান ও সূর্য গ্রহণের মডেল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।