January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

‘বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ’

জেলা জাপার প্রতিনিধি সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি
দেশের জনগণ আওয়ামী লীগ আর বিএনপির দুঃশাসন দেখেছে। তাদের কথা আর কাজের সাথে কোন মিল নেই। দেশবাসী তাদের কাছ থেকে শুধু প্রতারণায় শিকার হচ্ছে। তাই দেশের জনগণ বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের জনগণের চাহিদা মেটাতে হলে আগে দরকার দলকে শক্তিশালী করা। এ জন্য শুধু দলে জনশক্তি বাড়ালে হবে না পাশাপাশি দলের শৃঙ্খলা ধরে রাখতে হবে। দেশে ধর্ষণ আজ মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় অনলাইলে কথা বলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু। সভায় প্রধান অতিথি ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব মোঃ সাহিদুর রহমান টেপা, প্রধান বক্তা ছিলেন জাপা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু।
জেলা জাপার সাঃ সম্পাদক এম হাদিউজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, কৃষক পার্টির কেন্দ্রীয় সাঃ সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার, জাপার সাংগঠনিক সম্পাদক এড. জহিরুল হক, জাপার কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম এ আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড. ফায়েকুজ্জামান ফিরোজ, হুমায়ুন কবির শাওন, এমদাদুল হক, মহানগর জাপার আহবায়ক এড. মঞ্জুরুল আলম, সদস্য সচিব আলহাজ্ব মোশারেফ হোসেন। সভাপতিত্ব করেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *