May 17, 2024
জাতীয়

বিএসএফসহ ১০ জন করোনা আক্রান্ত হওয়ায় আখাউড়া স্থলবন্দর বন্ধ

ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আট সদস্যসহ ১০ জন করোনা আক্রান্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কোনো পণ্য নিচ্ছে না ভারতীয়রা।

রোববার (০৭ জুন) বন্দর দিয়ে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, ওপারে দায়িত্বরত আটজন বিএসএফ সদস্য, একজন
স্বাস্থ্যকর্মী ও একজন কর্মচারীর করোনা পজেটিভ আসার খবরে সেখানে বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। যে কারণে কোনো পণ্য যাচ্ছে না। পণ্যবাহী ছয়টি ট্রাক আটকা পড়ে আছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *