November 25, 2024
জাতীয়লেটেস্ট

‘বিএনপি লাঠি নিয়ে এলে আওয়ামী লীগ ললিপপ চুষবে না’

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে বিএনপি লাঠিসোঁটা নিয়ে এলে আওয়ামী লীগ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামালপুর জিলা স্কুল মাঠে ত্রিবার্ষিক এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সম্মেলনে বাধা দেওয়া হবে না। তবে বিএনপি লাঠি নিয়ে এলে আওয়ামী লীগ ললিপপ চুষবে না।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ও দুঃশাসনের বিরুদ্ধে।’

তিনি হ্যামলিওনের ডাকাতিয়া বাঁশির সঙ্গে বিএনপির রাজনীতির তুলনা করে বলেন, ‘এদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না।’

দেশের জনগণকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান থেকে সাবধান। খেলা হবে, তৈরি থাকেন। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ১০ তারিখে খেলা হবে।’

সুইচ ব্যাংকসহ বিদেশের অনেক ব্যাংকে তারেক রহমানের হাজার হাজার কোটি টাকা ডিপোজিড আছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এই তারেকের কত বাড়ি কত মার্কেট আছে তার হিসাব নেই।’

জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, মারুফ আক্তার পপিসহ স্থানীয় নেতারা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *